রিফাতের হ্যাটট্রিকে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৭ টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৪০ গোলে হারিয়েছিল লালসবুজরা। গতকাল রোববার একই ব্যবধানে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপাল এই গ্রুপের রানার্স আপ। বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের। এর পরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে। ২৫ সেপ্টেম্বর একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। ম্যাচের ১৮ মিনিটে আরিফ বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হুদা ফয়সালের শট লংকান গোলরক্ষক প্রতিহত করলে আরিফ বল পান। তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ ১০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। তিনটি গোলই করেন কাজী রিফাত। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে রিফাত গোল করেন। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বা পায়ে বল রিসিভ করে দুর্দান্ত দক্ষতায় নিজের হ্যাটট্রিক ও দলের ৪০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী বাংলাদেশ
পরবর্তী নিবন্ধ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন