যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিতর্কে অংশ নেবেন না তিনি। ২০২৪ সালের নির্বাচনের আগে ইতোমধ্যেই তিনি অত্যন্ত পরিচিত ও সর্বশেষ জরিপ অনুযায়ী রিপাবলিকান দলীয় প্রার্থী হতে ইচ্ছুক অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে আছেন, এমনটি উল্লেখ করে রোববার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে (২৩ অগাস্ট) উইসকনসিনের মিউওয়াকিতে রিপাবলিকান প্রার্থী হতে ইচ্ছুকদের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। অনেকদিন ধরেই ট্রাম্প ধারণা দিয়ে আসছেন, তিনি বিতর্কে অংশ নেবেন না। দেশব্যাপী জরিপগুলোতে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকার পরও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের তাকে আক্রমণ করার একটি সুযোগ দেওয়ার কোনো মানে হয় না বলে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি। রোববার সিবিএসের জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ৬২ শতাংশের পছন্দের প্রার্থী তিনি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস পেয়েছেন ১৬ শতাংশের সমর্থন, প্রার্থী হওয়ার প্রাথমিক দেড়ে বাকি যারা আছেন তাদের প্রত্যেকেরই সমর্থন ১০ শতাংশের কম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, জনগণ জানে আমি কে আর কতো সফল একজন প্রেসিডেন্ট ছিলাম আমি। তাই আমি বিতর্কে অংশ নেবো না।
ট্রাম্প কি আর কোনো রিপাবলিকান বিতর্কেই অংশ নেবেন না, এমন প্রশ্নের উত্তর জানতে তার প্রচারণা দলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবারের বিতর্কে ট্রাম্প না থাকলে ডিসান্টিস অন্যান্য প্রার্থী ইচ্ছুদের আক্রমণের মুখে পড়বেন বলে ধারণা গণমাধ্যমের।