রিপাবলিকানদের বাধায় অচলের পথে মার্কিন সরকার

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা শুক্রবার সরকারকে অস্থায়ীভাবে অর্থায়নের প্রস্তাবিত একটি বিল প্রত্যাখ্যান করেছে। এতে রবিবার থেকে অচল হয়ে পড়বে বাইডেন সরকার। সরকার চালাতে ৩০ দিনের অস্থায়ী তহবিল যোগান দেয়ার জন্য শনিবারের সময়সীমার ঠিক এক দিন আগে বিলটি হাউজে পাস হতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকারের অচলাবস্থা ঠেকাতে ফেডারেল কর্মীদের ছুটি দীর্ঘ করা হতে পারে। সামরিক বাহিনীকে কাজ করতে হতে পারে বেতন ছাড়াই। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি হতে যাচ্ছে চতুর্থ শাটডাউন যা মিলিটারিসহ প্রায় ৪০ লাখ ফেডারেল কর্মীদের বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি করলো। খবর বাংলানিউজের। মার্কিন সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সচল রাখতে স্থানীয় সময় শুক্রবার স্বল্পমেয়াদি তহবিল বিল পাসের চেষ্টা হয়েছিল পার্লামেন্টের নিম্নকক্ষে। তবে সেখানে রিপাবলিকানদের আপত্তিতে বিলটি অনুমোদন পায়নি। চূড়ান্ত পর্বে বিলের বিপক্ষে ২৩২ এবং পক্ষে ১৯৮টি ভোট পড়ে। হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি শনিবার আবার ভোট হওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন।

প্রতি অর্থবছরে, এফবিআই, ডিইএ অথবা স্বাস্থ্য খাতের সিডিসি এর মত ৪৩৮টি মার্কিন সরকারি সংস্থা তহবিল বরাদ্দের জন্য কংগ্রেসের ওপর নির্ভর করে। এই অর্থবছরে যা অনুমোদনের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। নতুন অর্থবছর শুরু হওয়ার আগে এই বিল পাস করতে হাউজ অব রেপ্রেজেন্টিটিভস প্রতিনিধিরা ব্যর্থ হওয়ায় সরকারি সংস্থাগুলো তাদের নিয়মিত কাজকর্মে বাধার সম্মুখীন হবে।

পূর্ববর্তী নিবন্ধহেরেই গেল মোহামেডান ব্লুজ মাদারবাড়ী উদয়নের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধনিকারাগুয়ার ১০০ কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র