রিপন মাতবর থেকে যেভাবে হয়ে উঠেন রনি, অত:পর ধরা

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ১২:৪৫ পূর্বাহ্ণ

জাতীয় পরিচয়পত্রে নাম রিপন মাতবর থাকলেও সেটি লুকিয়ে ব্যানার-পোস্টারসহ পদবিতে রিপনের নাম উল্লেখ করতেন আতিকুর রহমান রনি।

এমনকি ভুয়া পরিচয়ে রিপনের জায়গায় আতিকুর রহমান রনি নাম দিয়ে হাতিয়ে নেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য পদও। মিথ্যা পরিচয়ে পদ বাগিয়ে গড়ে তুলেছেন রনি বাহিনী। গড়েছেন অপরাধের সাম্রাজ্য।

কিন্তু অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে সেই রিপন মাতবর ভুয়া আতিকুর রহমান রনি। বুধবার (১১ ডিসেম্বর) পরোয়ানাভুক্ত আসামি সেই রিপন মাতবরকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। তারপর বেরিয়ে আসে তার একের পর এক প্রতারণার কথা। স্বীকার করেন নিজ মুখে।

গ্রেফতারকৃত রিপন মাতবর শরিয়তপুর জেলার পালং থানার মৃত আব্দুল মজিদ মাতবরের ছেলে। কিন্তু তিনি চট্টগ্রামে আতিকুর রহমান রনি পরিচয়ে বসবাস করতেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভুয়া পরিচয়ে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার জাতীয় পরিচয়পত্র দেখে তার আসল পরিচয় সনাক্ত করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলে সাগরের মাঝে ১৩০ যাত্রী নিয়ে বিকল সার্ভিস বোট