মোনাস ইউনিভার্সিটি মালযেশিয়ার প্রভাষক রিদোয়ান করিম ইউনিভার্সিটি অফ মালায়া, মালয়েশিয়া (ইউএম) থেকে সমপ্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাবিদ ড. এরশাদুল করিমের তত্ত্বাবধানে তিনি এই সম্পাদন করেন। তার গবেষণার বিষয় ছিল সেফটি, সিকিউরিটি, সেইফগার্ড অ্যান্ড লাইবেলিটি : অ্যা লিগ্যাল অ্যানালাইসিস অফ নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ।
১৯৯২ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণকারী রিদোয়ান করিম ২০০৮ সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসসি পাস করেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে।
পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে অনার্স (এলএলবি) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে ২০১৬ সালে স্নাতকত্তোর (আইন) শেষ করেন।
রিদোয়ান করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ওবায়দুল করিম এবং আগ্রাবাদ গার্লস কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শাহীন আক্তারের সন্তান। প্রেস বিজ্ঞপ্তি।