রিডার্স স্কুল অ্যান্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয়ের অক্সিজেন ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত হয়। মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এ এইচ চৌধুরী।
জাকিয়া উম্মে তোহফা ও জুয়েল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












