রিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

রিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং আইসিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। অক্সিজেন ক্যাম্পাসের মাঠ প্রাঙ্গণে আয়োজিত মেলা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন লায়ন শফিকুর রহমান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। ইতি সাহা ও ইব্রাহিম ফাহিমের তত্ত্বাবধানে মেলায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক শতাধিক স্টলে প্রায় ২ শতাধিক প্রজেক্ট প্রদর্শন করা হয়।

সমাপনীতে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা স্মারক, সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধজুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি দিতে নভেম্বরে গণভোট জরুরি
পরবর্তী নিবন্ধজামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া মাদরাসায় শিক্ষকদের প্রশিক্ষণ ও মতবিনিময়