ডায়মন্ড সিমেন্টের ম্যানেজার ( সেলস) ফজলুল কাদেরের সভাপতিত্বে টেকনাফের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএমসি বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ। প্রধান বক্তা ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের ডিজিএম আব্দুর রহিম। ডায়মন্ড সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ( সেলস) মহিবউল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফ হোসেন, ডায়মন্ড সিমেন্টের টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী, টেকনাফের ডিলার মাহবুবুর রহমানসহ স্থানীয় সিমেন্ট ব্যবসায়ী প্রতিনিধিগণ।
সভাপতির বক্তব্যে বিএমসি বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ সিমেন্ট ব্যবসায়ী ও নির্মাণশিল্পীগণদের ডায়মন্ড সিমেন্টের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি সবার সহযোগিতায় ডায়মন্ড সিমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।