রিটেইনিং ওয়াল ও রাস্তা নির্মাণের জন্য ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান

খুলশী সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগ

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে রিটেইনিং ওয়াল ও রাস্তা নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। গত ১০ মে সাতকানিয়া পশ্চিম চিব্বাড়ী এলাকায় একটি কবরস্থান সংলগ্ন পুকুরের রিটেইনিং ওয়াল এবং রাস্তা নির্মাণের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীন, রোটারিয়ান মোহাম্মদ রিজওয়ান শাহিদী, রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরী, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাজী মো. ইসমাইল সাওদাগর, মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন এবং জহির আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর নিয়ে আ. লীগ সরকারের সব চুক্তি স্থগিতের আহ্বান চরমোনাই পীরের
পরবর্তী নিবন্ধকর্নেল হাটে সিএনজি দুর্ঘটনায় বাঁশখালীর ব্যবসায়ী নিহত