রিজোয়ান রাজনের একক মূকাভিনয় কাল

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের একক মূকাভিনয় ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ এর প্রদর্শনী আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় গ্রাজুয়েটস’৯৫, চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় এটি মঞ্চস্থ হবে। প্রযোজনার নেপথ্যে আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা, প্রজেকশন পরিচালনায় রাইদাদ অর্ণব ও প্রযোজনা অধিকর্তা সোলেমান মেহেদী।

এতে অতিথি থাকবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার। সূচনা বক্তব্য রাখবেন গ্রাজুয়েটস’৯৫ চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নূরুল আবছার, অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা। অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যাাডভোকেট দিলরুবা আক্তার লিজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজন চৌধুরী স্মরণে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান কাল থেকে শুরু
পরবর্তী নিবন্ধঅপেক্ষার পালা শেষ