নগরীর ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার ৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় হাবিব গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান, এমডি এবং তাদের পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দিয়েছেন।
আটকাদেশপ্রাপ্তরা হলেন, রিজেন্ট ফেব্রিক্সের চেয়ারম্যান ইয়াকুব আলী, তার ভাই ও প্রতিষ্ঠানটির এমডি ইয়াছিন আলী, তাদের পরিবারের সদস্য তানভির হাবিব, সালমান হাবিব, আঞ্জুমান আরা বেগম, আমিনা মাহাবুব, সালমা ইয়াছিন, তানিমা মাহাবুব ও সারফেনাজ মাহাবুব। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দৈনিক আজাদীকে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতেই ইয়াকুব আলী ও ইয়াছিন আলী এবং তাদের পরিবারের ৭ সদস্যদের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতসূত্র জানায়, ঋণ নিয়ে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় ২০২২ সালে ইয়াকুব আলী ও ইয়াছিন আলী এবং তাদের পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংক একটি অর্থঋণ মামলা দায়ের করেন। পরের বছর অর্থ্যাৎ ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৪৩৮ টাকার ডিক্রি হয়। পরবর্তীতে দায়িকরা ডিক্রিকৃত টাকা পরিশোধ না করায় ডিক্রিদার ব্যাংক কর্তৃক ডিক্রিকৃত টাকা ও অন্যান্য পাওনা তথা ৫ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা আদায়ের লক্ষেগত বছর একটি অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়।
আদালতসূত্র আরো জানায়, ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ জারি মামলা দায়ের করার পর আদালত থেকে দায়িকদের উপর সময় জারি করা হয়। কিন্তু দায়িকরা ডিক্রিদার ব্যাংকের পাওনা পরিশোধে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে। যার প্রেক্ষিতে দায়িক ইয়াকুব আলী ও তার ভাই ইয়াছিন আলী এবং তাদের পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আবেদন করা হয় বলে বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ জানিয়েছেন।