রিজেন্ট টেক্সটাইলের ৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

আইডিএলসি ফাইন্যান্সের ৪২ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলীসহ ৫ ব্যবসায়ীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাকিরা হলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা
পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুফ হাবিব ও তানভীর হাবিব। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইডিএলসি ফাইন্যান্স গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন। তিনি আরো বলেন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখা ২০২১ সালে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও অন্যানদের বিরুদ্ধে জারি মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে উকিল নোটিস
পরবর্তী নিবন্ধরানি এলিজাবেথের অন্ত্যেষ্টিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী