রিজিকে যা আছে

সঞ্জয় দেবনাথ | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

ষাটোর্ধ একটি লোক প্রায়ই দু চারটি আইটেম নিয়ে বসেন। আমলকি, কাঁচাকলা, অল্প কিছু পাকা কলা। আজ বসেছেন থানকুনি পাতা নিয়ে। কেনার জন্য গেলাম। ওজন করতে তিনি চলে গেলেন পাশের দোকানে। ওজন করার মতো কিছু নেই তার কাছে। এর মধ্যে দুজন ক্রেতা এসে ফিরে গেলেন। বললাম মাপার যন্ত্র নিজের কাছে থাকলে আরো দুজন ক্রেতা এখন থাকতো। লোকটা পান খেয়ে লাল করা দাঁত বের করে কী চমৎকার একটা হাসি ছড়িয়ে বললেন রিজিকে যা আছে বাবা। অসুখবিসুখ না থাকলে কতো অল্পতেই মানুষ সুখী হতে পারে। হয়তো অসুখবিসুখও রিজিকের অংশ।

পূর্ববর্তী নিবন্ধজীবনকে উপলব্ধি করতে পারলে প্রকৃত সুখী
পরবর্তী নিবন্ধভালো থাকতে নিজের ইচ্ছাই যথেষ্ট