রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র হুসনে আরা শিখা গতকাল সোমবার এক বার্তায় এ তথ্য জানান। খবর বাসসের।

বার্তায় বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফ’র বিপিএম৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে, নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধ১৫ ইটভাটা বন্ধ ঘোষণা, ৮ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসমুদ্রসীমা ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী অগ্রণী