রিজার্ভ ডে থাকছে ভারত-পাকিস্তান ম্যাচে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

এশিয়া কাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত এবং পাকিস্তান মহারণ। এই ম্যাচটির জন্য পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকে। কারণ এই দুই দেশের খেলা দেখার সুযোগ হয় কেবল এই বৈশ্বিক আসরে। তাই এই ম্যাচটিকে ঘিরে সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায় ক্রিকেট বিশ্ব। কিন্তু বৃষ্টির কারণে ভেসে যায় গ্রুপ পর্বের এই দুই দলের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটি। তাই সুপার ফোর পর্বেও যেন একই পরিণতি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার ফোর পর্বে আগামীকাল ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তবে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯০ ভাগ। কোনো কারণে সেদিন আয়োজিত না হলে খেলা রিজার্ভ ডেতে গড়াবে। এক বিবৃতিতে এসিসি জানায়, ‘১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলা চলাকালীন যদি প্রতিকূল আবহাওয়া বাধা সৃষ্টি করে। তাহলে স্থগিত হওয়া ম্যাচটি ১১ সেপ্টেম্বর মাঠে গড়াবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরো জানিয়েছে সুপার ফোর পর্বে শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচেই রিজার্ভ ডে দেওয়া হয়েছে। কারন এই ম্যাচটি দু দরের জন্য যেমন গুরুত্বপূর্ন তেমনি আয়োজকদের জন্যও আরো বেশি গুরুত্বপূর্ন। কারন এই ম্যাচ থেকে তারা আয় করবে বিপুল সংখ্যক অর্থ। এছাড়া ফাইনালেও থাকবে রিজার্ভ ডে। আর ফাইনালে যদি আবার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয় তাহলেতো একেবারে পোয়াবারো হকে এসিসির জন্য। কারন এক টুর্নামেন্টে এই দুই দলের তিনটি ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। এদিকে বৃষ্টির সম্ভাবনার কারণে সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে হাম্বানটোটায় সরানোর গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয় এসিসি। দুই দিন বিরতির পর আজ শ্রীলংকা এবং বাংলাদেশের ম্যাচ দিয়ে আবার শুরু হবে সুপার ফোর পর্বের খেলা।

পূর্ববর্তী নিবন্ধমেসি জাদুতে বিশ্বকাপ বাছাই শুরু আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে বোরহান মেম্বার একাডেমির জয়