ঢাকার মিরপুরে রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ‘পা ছুঁয়ে সালাম’ করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের এক অফিস আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুরে রাজনৈতিক কর্মসূচি শেষ করে গাড়িতে উঠছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাড়িতে ওঠার সময় তার সামনে ঝুঁকে সালাম করেন পুলিশের পোশাক পরা সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়। এরপর বিকালে এক অফিস আদেশে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় ডিএমপি। খবর বিডিনিউজের।
অফিস আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ডিএমপি (সদর দপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।
প্রত্যাহারের কারণ জানতে চাইলে পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার গৌতম কুমার বিশ্বাস বলেন, দায়িত্বে থাকা অবস্থায় অন্য কাজে চলে যাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।












