রিক্ত হাসিবুল আলম | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ নির্জনা, তুমি কি ভিজছো.. তোমার শহরে বৃষ্টি কেমন? আমি তো ভাসছি প্রবল… না, বৃষ্টি –বান নয়… সবটাই দীর্ঘ পথের গায়ে চলা পরিচিত শ্রাবণ, কি অপরিচিত তোমার, ঝাপ্টে নামার দোলাচল….