রিক্ত

হাসিবুল আলম | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নির্জনা,

তুমি কি ভিজছো..

তোমার শহরে

বৃষ্টি কেমন?

আমি তো ভাসছি প্রবল

না, বৃষ্টি বান নয়

সবটাই দীর্ঘ পথের

গায়ে চলা

পরিচিত শ্রাবণ,

কি অপরিচিত তোমার,

ঝাপ্টে নামার

দোলাচল….

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর প্রধান সড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ করা হোক
পরবর্তী নিবন্ধএইসব অভিশাপ নিয়ে…