রিকশা ছিনিয়ে নিতে খুন করা হয় রিকশাচালক মো. শাকিলকে(১৭)। তাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে হত্যার অভিযোগে গ্রেফতার মো. মহসিন(১৮)। এছাড়া আরেক আসামী মো. ইরফানের(২১) একদিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। বাংলানিউজ
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি ধানক্ষেত থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে কর্ণফুলী থানার বন্দর এলাকা থেকে অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত কিশোর শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মো. মহসিন চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডেয়ার গোষ্ঠীর বাড়ির মো. তারেকুল ইসলামের ছেলে। এছাড়া মো. ইরফান নগরীর সদরঘাট থানার ইটালি কলোনির মো. সোলেমানের ছেলে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, “রিকশা ছিনিয়ে নিতে চালক শাকিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযুক্ত মো. মহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এছাড়া গ্রেফতার মো. ইরফান নামে আরও একজনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছিল। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।”