রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ

মিত্র বাংলাদেশের উদ্যোগ

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

রিকশা চালকদের মাঝে বিনামূল্যে রেইনকোট বিতরণ করেছে সামাজিক সংগঠন মিত্র বাংলাদেশ। গত বুধবার বিকেল ৫টায় নগরীর কাতালগঞ্জে রিকশা চালকদের মাঝে রেইনকোট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মিত্র বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, ডা. আসিফুল হক, দিদারুল ইসলাম, ওমর ফারুক, কাজী সাঈদ, মোহাম্মদ ইমতিয়াজ, আব্বাস বিন ইদ্রিস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মিত্র বাংলাদেশ দুস্থ মানুষের পাশে থাকার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সে ধারাবাহিকতায় বৃষ্টি-বাদল দিনে রিকশাচালকরা যাতে নির্বিঘ্নে জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যেতে পারে সে লক্ষে আমরা আজ বিনামূল্যে রেইনকোট বিতরণ করছি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোটরসাইকেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর ইউএনওর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়