নগরীর জিইসি এলাকায় ছয় বখাটের খপ্পর থেকে এক পোশাক শ্রমিককে বাঁচাতে ৯৯৯ এ কল করেছিলেন রিকশা চালক আবদুল হান্নান। এরপর খুলশী থানা পুলিশ গিয়ে ওই যুবতীকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিকশা চালক আবদুল হান্নানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা আবদুল হান্নান নগরীতে ৯ বছর ধরে রিকশা চালিয়ে সংসার চালান। তার দুই সন্তান। ঘটনার রাতে নিজের মা-বোনের কথা মনে করেই ধর্ষকদের হাত থেকে ওই নারীকে রক্ষা করতে পুলিশে ফোন দিয়েছিলেন হান্নান। হান্নান জানায়, নাগরিক দায়িত্ব হিসেবেই আমি ওই নারীকে উদ্ধারে এগিয়ে আসি। আমার মতো অন্যরা এগিয়ে এলে দেশ আরও সুন্দর হবে।
সবাই যদি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি তাহলে দেশে খুন, রাহাজানি, চুরি, ছিনতাই হবে না। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, রিকশা চালক আবদুল হান্নানের সাহসী কাজের জন্য তাকে সিএমপি কমিশনার পুরস্কৃত করেছেন। বুধবার সকালে তাকে সিএমপি কমিশনারের কার্যালয়ে ডেকে পুরস্কারের অর্থ প্রদান করা হয়। তিনি বলেন, হান্নানের মতো সবাই সচেতন হলে, একে অপরের বিপদে এগিয়ে এলে অপরাধ কমে যাবে।