নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় মুজিব নামে এক গ্যারেজ মালিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝাউতলা রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে। কেন, কী কারণে তাকে খুন করা হয়েছে সেই তথ্য এখনো জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত এক সন্দেহভাজন রিকশাচালককে শনাক্ত করা হয়েছে।
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আজাদীকে জানান, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এক রিকশাচালক এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খুনের কারণ লেনদেন সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে। সবকিছু জানা যাবে ঘাতককে খুঁজে পাওয়ার পর।
ওসি আরও বলেন, ঘটনার পর এক পথচারী ও ভিক্ষুক ছুরিকাঘাতে আহত মুজিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।











