উত্তেজনাপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এবারের আরটিটিসি এর আসর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের সহযোগিতায় এবং মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক এর সার্বিক তত্বাবধান ও আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রসমূহ থেকে সুস্থতাপ্রাপ্ত রিকভারিং এডিক্টদের নিয়ে খুলশিস্থ আর্ক কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘রিকভারি টেবিল টেনিস কাপ’ জঞঞঈ এর সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যুরো চীফ মোহাম্মদ সেলিম, যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দীন। প্রতিষ্ঠানের ইনচার্জ জাকির হোসেনের সভাপতিত্বে ও এডভোকেট পারভেজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। তিনি এই সেক্টরে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং এই ধরনের আয়োজন নিয়মিত করার উপর জোর দেন। এ ব্যাপারে সকল সহযোগিতার আশ্বাসও তিনি প্রদান করেন। বিশেষ অতিথিবৃন্দ মাদক থেকে দূরে রাখার জন্য এই ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং সৃষ্টিশীল কাজে সুস্থতাপ্রাপ্ত রিকভারীদের নিয়োজিত হওয়ার পরামর্শ দেন। দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের দলগত ইভেন্টে মুহাম্মদ শোয়েব ও মাহবুবুল আলম এবং ব্যক্তিগত ইভেন্টে মুহাম্মদ শোয়েব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।