চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্পের অধীনে রিং রোড-চৌচালা-বড়পুল সংযোগ সড়কটি দ্রুত নির্মাণের জন্য সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সিডিএ চেয়ারম্যানকে ফোন করে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘চিটাগাং সিটি আউটার রিং রোড নির্মাণ’ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প। নগরীকে জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা, যানজট দূরীকরণ এবং বিনিয়োগকারীদের সময় সাশ্রয় করার জন্য প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সড়কটির বহুমূখী ব্যবহার এবং চট্টগ্রাম শহরের যানজট নিরসনের জন্য কয়েকটি সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সিডিএ। আমরা জানতে পেরেছি চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের স্যুয়ারেজ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা হওয়ায় সংযোগ সড়ক নির্মাণে বাধা সৃষ্টি করা হচ্ছে। রিং রোড-চৌচালা-বড়পুল সংযোগ সড়ক প্রকল্পটি চট্টগ্রামবাসীর জন্য একটি অগ্রাধিকার প্রকল্প। স্যুয়ারেজ প্রকল্পের জন্য সংযোগ সড়ক নির্মাণ কাজ বাধাগ্রস্ত হলে তা হবে অত্যন্ত বেদনাদায়ক। আমরা সেবা সংস্থাসমূহের মধ্যে কোনো সমন্বয়হীনতা দেখতে চাই না। রশি টানাটানির মধ্যে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা মেনে নেয়া হবে না। আমরা উভয় পক্ষকে অনুরোধ জানাবো জনগণের অগ্রাধিকার প্রকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যা সমাধান করার জন্য। প্রয়োজনে আমরা উভয় পক্ষকে সকল প্রকার সহযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর। তাই কালবিলম্ব না করে রিং রোড-চৌচালা-বড়পুল সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করতে সিডিএ এবং ওয়াসা কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন সুজন। প্রেস বিজ্ঞপ্তি।