রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবীর ইন্তেকাল

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গতকাল বৃহষ্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেরা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, রায়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন শরীফ গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকত উজির নাজিরের জীবন গেল, আড্ডা কিন্তু থামেনি
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের মায়ের ইন্তেকাল