রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘের অভিষেক ও সংবর্ধনা

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় সংঘের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাগ্রত তরুণ একতা সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন। উদ্বোধক ছিলেন সংঘের উপদেষ্টা মো. আবু নাছের। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম. ফয়েজুর রহমান, সমাজসেবক রফিকুল ইসলাম বানু, উপদেষ্টা হারুনুর রশীদ, আহমদ হোসেন, মাহফুজুর রহমান, বদিউল আলম, মোহাম্মদ আলী হোসেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের যুবকরা পারেন অবহেলিত সমাজকে পরিবর্তন করতে। এই ক্লাবের উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে সমাজের দরিদ্রদের সাহায্য করা, গরিব ও দুস্থ মেয়েদের বিবাহে সহযোগিতা, ঝরে পড়া শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করা, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে সচেতনতা সৃষ্টি করা। ভবিষ্যতে এই কাজ চলমান থাকে মতো অত্র ক্লাবের সদস্য থেকে শুরু করে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘের কার্যকরী পরিষদের ২০২২-২৪ সালের নবনির্বাচিত ৩৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোয়ারের পানিতে রাউজানের নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি