চট্টগ্রাম দরবারের আয়োজনে ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অডিটরিয়ামে গত ২১ মার্চ অনুষ্ঠিত হয় ২০তম মহাত্মা সম্মেলন। এতে গুণীব্যক্তিবর্গের সম্মানার্থে ‘রাহে ভাণ্ডার ইনোবেল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সমাজসেবায় রাহে ভান্ডার ইনোভেল অ্যাওয়ার্ডে ভূষিত হন চসিকের সাবেক মেয়র ও সমাজসেবক মোহাম্মদ মনজুর আলম। তাঁর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এম এ০ হান্নান আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দরবারের সাজ্জাদানশীন সৈয়দ জাফর সাদেক শাহ্। প্রেস বিজ্ঞপ্তি।












