মোদী পদবি অবমাননা মামলায় শুক্রবার (৪ আগস্ট) ভারতের শীর্ষ আদালতে বড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মামলায় সুরাট আদালত রাহুলকে দু’বছরের জন্য জেলের সাজা শোনালেও, সুপ্রিম কোর্ট তার ওপর স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেই যে প্রশ্নটা অবধারিতভাবে উঠতে শুরু করে, তা হলো রাহুল কী এবার সংসদ সদস্য পদ ফিরে পাবেন? কারণ, এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণেই সংসদ সদস্যের পদ খোয়াতে হয়েছিল তাকে। রাহুলের পদ ফেরানোর বিষয়টি বিবেচনা করে দেখার জন্য স্পিকারকে আর্জি জানায় কংগ্রেস। গতকাল শনিবার এই মর্মে আদালতের রায়ের কপিও লোকসভার সচিবালয়ে জমা দেন কংগ্রেস সংসদ সদস্য অধীররঞ্জন চৌধুরী। তবে সচিবালয়ের তরফে তা গ্রহণ করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
কংগ্রেসের পক্ষ থেকে রাহুলকে দ্রুত সংসদে ফেরানোর আর্জি জানানো হয়েছে। দল মনে করছে, রাহুলের সংসদ সদস্য পদ ফেরানো নিয়ে লোকসভার সচিবালয় দ্রুত সিদ্ধান্ত নিলে মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন তিনি। তবে এই বিষয়ে ক্ষোভ জানিয়ে অধীর শনিবার জানান, যে দ্রুততায় রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছিল, সেই একই দ্রুততায় তার পদ ফেরানোর বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে না। সংবাদমাধ্যমকে অধীর বলেন, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই আমি স্পিকারের সঙ্গে যোগাযোগ করি। অধীর এই প্রসঙ্গে জানান, শনিবার স্পিকার ওম বিড়লা তাকে লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। অধীরের সংযোজন, রায়ের কপি সেক্রেটারি জেনারেলের হাতে তুলে দেওয়ার কথা বলা হলে, তিনি জানান, শনিবার ছুটির দিন থাকায় তার দপ্তর বন্ধ থাকবে।