রাস্তা সংস্কার চাই

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ঈদগাহ ফেরীঘাট হতে কাশিমপুর পর্যন্ত রাস্তাটি চার বছরের বেশি সময় ধরে অবহেলায় পড়ে আছে। মাঝে মাঝে খোঁড়াখুঁড়ি করা হলেও কাজ তেমন হয় না। রাস্তার নাজুক অবস্থার জন্য যানবাহন চলাচল করতে পারে না। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে।

যানবাহন চলাচলের সমস্যার কারণে জনগণের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা স্কুল, কলেজে যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার হচ্ছে যার কারণে পায়ে হেঁটে পৌঁছতে হয়। এদিকে মুমূর্ষু রোগীদের জন্য এই রাস্তা যেনো মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

স্কুল, কলেজের শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই দুর্ভোগ লাঘবে রাস্তাটির দ্রুত সংস্কার করা জরুরি। শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. লিমন আহমেদ

সখিপুর, শরিয়তপুর।

পূর্ববর্তী নিবন্ধগিরিবালা দেবী : ঔপন্যাসিক ও ছোটগল্পকার
পরবর্তী নিবন্ধএকুশের আঞ্চলিক গান