নগরীর পশ্চিম মাদারবাড়ি টম ফকিরের মাজারের সামনে সড়ক পার হতে গিয়ে বাস চাপায় জান্নাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে অপর এক নারী গুরুতর আহত হয়। গতকাল রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রোকেয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।