রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কা, পোশাককর্মী নিহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড মোড়ের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শোভা আক্তার শিফা (১৮) নামের এক পোশাক কারখানার কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিফা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ রাজা বাড়ি শিবপাশা ৭ নম্বর ওয়ার্ডের বয়াত আলীর মেয়ে। তিনি নগরের বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় বসবাস করতেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, চৌধুরী মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় ৬ নম্বর বাসের ধাক্কায় শোভা আক্তার শিফা নামের একজন পোশাক কারখানার কর্মী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনিজ ঘরে গৃহবধূর লাশ
পরবর্তী নিবন্ধসব আছে, নেই শুধু গাইনি ডাক্তার