হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫০) নামের ১ মহিলা ঘটনাস্থলে মারা যান। গতকাল শনিবার অক্সিজেন–হাটহাজারী মহাসড়কের ইসলামিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রহমত ঘোনা এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম গতকাল সকাল ১১টার দিকে হাটহাজারী সদরস্থ বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় নগরীর দিক থেকে ছেড়ে আসা হাটহাজারী মুখী বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত ছাড়াই লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।