হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজি টেক্সির ধাক্কায় মোছাম্মদ সুমা (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার বড় দিঘিরপার ভাটিয়ারি লিংক রোডের ৩নং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমা ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দর কলোনি এলাকার সোহেলের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ওএমএস’র ন্যায্য মূল্যে চাউল কিনতে যাচ্ছিলেন সুমা। এ সময় সেকান্দর কলোনি থেকে ৩নং বাজার মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় ভাটিয়ারি থেকে আসা একটি সিএনজি টেক্সির ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত সুমার ৭ বছরের এক ছেলে ও দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।