নগরীর পাহাড়তলীতে রাস্তা দখল করে পার্কিং বাণিজ্য, চাঁদাবাজিসহ অবৈধভাবে চলাচলের রাস্তা দখল করার অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ। এ সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ ২৭টি গাড়ি আটক ও পাঁচটি মামলা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে পাহাড়তলী থানাধীন অলংকার, বিটাক, শফি মোটর্স এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পেয়ার আহম্মেদ ও ট্রাফিক পরিদর্শক (টিআই প্রশাসন) জাহিদ হোসেন।
অভিযানকালে ট্রাফিক পরিদর্শক (টিআই প্রশাসন) জাহিদ হোসেন বলেন, বিটাক অলংকার ও শফি মোটরর্স এলাকায় রাস্তা দখল করে পার্কিং বাণিজ্য ও পরিবহন থেকে চাঁদা আদায় যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই আবারো অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।