রাস্তা কাটার চার্জ বাবদ চসিককে ৫ কোটি টাকা দিল ওয়াসা

তিন মাস পর নগরীতে পানির সংকট না থাকার আশা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নগরীর সুষ্ঠু পানি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি পুরানো লাইন মেরামতের চার্জ বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৫ কোটি টাকা দিল চট্টগ্রাম ওয়াসা। এই টাকা ব্যয় করে নগরীর কাটা রাস্তাগুলো সংস্কার করে দেবে সিটি কর্পোরেশন।
গতকাল নগরীর টাইগার পাসস্থ সিটি কর্পোরেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী হাতে চেক তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ। এ সময় প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মো. সফিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফজলুল্লাহ চট্টগ্রামে পানির অভাব বহুদিনের জন্য ঘুচে যাচ্ছে বলে মন্তব্য করে বলেন, বর্তমানে টুকটাক কিছু সমস্যা আছে। কিছু কারিগরি ত্রুটিও আছে। এসব ঠিক করা হচ্ছে। মাস তিনেকের মধ্যে এসব ত্রুটি বিচ্যুতি ঠিকঠাক করার পর নগরীতে পানির আর কোনো সংকট হবে না বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে বিশ্ব খাদ্য দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধসিনেমার দার্শনিক জাঁ লুক গদার