রাস্তা ও ফুটপাত দখল করায় ছয় দোকানদারকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৮ অপরাহ্ণ

নগরের ধনিয়ালা পাড়া রোডের কদমতলী পর্যন্ত রাস্তা ও ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিক এ অভিযানে ছয়জন দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে আদায় করা হয় ১২ হাজার টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালতে বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, দণ্ডিতরা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছিল। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। পথচারিদের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধবদলির পর এবার চাকরিচ্যুত দুদকের শরীফ উদ্দিন
পরবর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক দল : পাঁচ ইউনিটে ৩১ সদস্যের আহবায়ক কমিটি