রাস্তা ও নালার উপর দোকান বসিয়ে ব্যবসা চসিকের জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডে রাস্তা ও নালার উপর দোকান বসিয়ে ব্যবসা করার দায়ে পাঁচ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, খুলশী জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতাল সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তা ও নালার উপর অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করা, রাস্তার উপর দোকানের অংশ বর্ধিত করা ও ফু্‌টপাতে ব্যবসা করার অপরাধে পাঁচজনকে জরিমানা করা হয়।.

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসায় যাওয়ার পথে ব্যাটারি রিকশার ধাক্কা,ভাঙল শিশুর পা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু