হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সরকারহাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় রাস্তার উপর বসে সবজি বিক্রির কারনে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় সবজি জব্দ করা হয়েছে। জব্দকৃত সবজি স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, সরকারহাট বাজারটি একটি প্রসিদ্ধ বাজার। এই বাজার দিয়ে প্রতিদিন স্থানীয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়া ও বিপুল সংখ্যক লোকজন চলাচল করে। কিনু্ত এক শ্রেণীর সবজি বিক্রেতা জনচলাচলের রাস্তায় বসে সবজি বিক্রি করে। তাই জনদুর্ভোগ লাঘবের জন্য জনস্বার্থে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সবজি জব্দ করা হয়েছে। আর জব্দকৃত সবজি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। তাদেরকে ভবিষ্যতের জন্য পুনরায় সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।