রাস্তায় যৌন হেনস্তার কবলে পড়ার অভিযোগ মেক্সিকোর প্রেসিডেন্টের

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, তিনি রাজধানী মেক্সিকো সিটিতে হেঁটে সরকারি এক বৈঠক থেকে আরেক বৈঠকে যাওয়ার সময় যৌন হেনস্তার মুখোমুখি হয়েছেন। একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন তিনি। খবর বিডিনিউজের।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরদিন বুধবার তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম বলেছেন, যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে। নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার অধিকার কোনো পুরুষের নেই। রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ার পর কিছু অ্যাকাউন্ট থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে এতে লিঙ্গভিত্তিক সহিংতা ও পুরুষতন্ত্রে ডুবে থাকা মেক্সিকোতে নারীরা কী ধরনের নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় তা দেশটির অনেকের কাছে পরিষ্কার হয়। ঘটনায় শেইনবাউমের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৩১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতে ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, বিতর্কের ঝড়