রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় উপ-পুলিশ কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দুর্ঘটনা রোধে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে উল্লেখ করে সিএমপির ট্রাফিক উত্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশীদ বলেছেন, ট্রাাফিক আইন মেনে রাস্তায় গণপরিবহন চালানোর পাশাপাশি যাত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় গণপরিবহন মালিক, চালক ও হেলপারদের সঙ্গে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (মোহরা) মো. রেজাউল করিম খান, টিআই (মুরাদপুর) বশিরুল ইসলাম, টিআই (চান্দগাঁও) বিপ্লব পাল ও গণপরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, চালকহেলপার এবং পুলিশ সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধসুজনের সাথে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ