নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাদেক মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে চকবাজার ডিসি রোডের কামাল কলোনির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া ওই এলাকার মো. হানিফের ছেলে। সে পেশায় একটি কমিউনিটি সেন্টারের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, সাদেক ব্যক্তিগত কাজ শেষে বাসায় যাওয়ার পথে বিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












