রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়া তোলা ৮টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে বিমানবন্দর সড়কের ১৫নং ঘাটের যাত্রী চলাচলের রাস্তা থেকে তিনটি এবং বিমানবন্দর থেকে ১৫নং ঘাট এলাকা পর্যন্ত ফুটপাত থেকে ৫টি দোকান উচ্ছদ করা হয়েছে। একই অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রাখায় পাঁচ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫নং ঘাট দিয়ে কর্ণফুলী নদী পারাপার করেন যাত্রীরা। ঘাটে নামার পথে রাস্তার উপর অবৈধভাবে গড়ে তোলা দোকান তিনটির কারণে পথ সংকুচিত হয়ে গেছে। এতে সাধারণ লোকজনের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বিমানবন্দর সড়কের বিজয়নগর এলাকায় একটি মুদি ও চারটি লোহার দোকানের পণ্যসামগ্রী ফুটপাতে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় প্রত্যেক দোকানদারকে দুই হাজার টাকার করে জরিমানা করা হয়েছে।