টেকনিক্যাল এলাকাটি অনেক ব্যস্ততম। এখানে সড়কের মাঝখানে রয়েছে ম্যানহোল। এটির ঢাকনাটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনগুলো। রাতের আধাঁরে এটিতে বড়ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ রইলো ম্যানহোলটিতে দ্রুত ঢাকনা দিয়ে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার।
কাজী ইব্রাহিম সেলিম
বায়েজিদ,
চট্টগ্রাম।












