রাস্তায় উন্মুক্ত খাবার বিক্রি বন্ধের দাবি

ক্যাবের বিবৃতি

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

রমজানের আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ঘোষনা করেছিলো চট্টগ্রামে রাস্তায় ও উন্মুক্তস্থানে ইফতারি বিক্রি বন্ধ করা হবে। ঠিক একই ভাবে রমজান উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ক্যাবের পক্ষ থেকে উন্মুক্ত স্থানে ইফতারি ও খোলা খাবার বিক্রি বন্ধে সুপারিশ করা হয়েছিল। কিন্তু রমজান শুরু হয়ে এক তৃতীয়াংশ অতিক্রান্ত হতে চললো তবু উন্মুক্ত ইফতার ও খোলা খাবার বিক্রি বন্ধ হয়নি। রাস্তা-ঘাটে অতিরিক্ত খোঁড়াখুড়ি, নির্মান কাজ চলমান থাকায়, সিটি করপোরেশনের নালার ময়লাগুলি তুলে শুকানোর কারনে এক পর্যায়ে এগুলি আবার ধুলাবালিতে পরিনত হয়ে চট্টগ্রামের বাতাস-আবহাওয়া দৃষিত হচ্ছে। আর এ বিষাক্ত ধুলিকনা উন্মুক্ত খাবারে গিয়ে নানা জীবাণু অনুজীবে পরিণত হয়ে মানুষের খাবারকে বিষাক্ত করছে। যার কারনে ঢাকার মতো চট্টগ্রাম নগরীতে ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এ অবস্থায় রমজানে রাস্তায় ও উন্মুক্ত স্থানে ইফতারি বিক্রি বন্ধ করা, ধুলাবালির প্রকোপ বন্ধে রাস্তায় পানি ছিটানোর দাবি জানিয়েছেন ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। গতকাল সোমবার এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিন জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ উপরোক্ত দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে রাউজান পৌর মেয়রের ইফতার আয়োজন
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম দুই হাজার টাকা করাসহ ৭ দফা দাবি