হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আকবর (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকের আরোহী সৌরভ (১৮) নামে আরেকজন আহত হয়। রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাতে আকবর ও সৌরভ মোটরসাইকেল নিয়ে হালদা ব্রিজের দিকে ঘুরতে যায়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় তাদের বাইকটি।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদ বলেন, নিহত আকবরের বাড়ি সীতাকুণ্ডের কুমিরায় এবং আহত সৌরভ হাটহাজারীর ধলই ইউনিয়নের বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।