রাস্তার পাশের সীমানা প্রাচীর চাপায় যুবক নিহত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দেয়াল চাপা পড়ে মো. শাকিল সবুজ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জালাল আহম্মদ (১৭) ও নজরুল ইসলাম (২৩) নামে আরো দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা করিয়ার দীঘির পাড় এলাকার আমিনুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সবুজ উক্ত এলাকার রমজান আলী ড্রাইভারের পুত্র। আহতদের মধ্যে একই বাড়ির আনোয়ার বাঁশির পুত্র নজরুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় আব্দুল হাইয়ের পুত্র আহত জালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বায়তুশ শুক্কুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ১০/১২ বছর আগে নির্মিত আব্দুল হাই নামের এক ব্যক্তির বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে। এতে দেয়াল চাপায় মো. শাকিল সবুজ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত জালাল আহম্মদ ও নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জালালকে ছেড়ে দিলেও নজরুলের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে গুরুতর আহত নজরুলের মেহেদী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। সেই মত বাড়িতে চলছিল সবধরনের প্রস্তুতিও। হঠাৎ একটি দুর্ঘটনায় সবকিছু বদলে গেল। বিয়ে বাড়িতে উৎসবের পরিবর্তে অজানা শঙ্কায় চলছে কান্নার রোল।

পূর্ববর্তী নিবন্ধস্থগিত হলো চসিকের নিয়োগ বিজ্ঞপ্তি
পরবর্তী নিবন্ধএবারও ইসি গঠনে আইন করার সম্ভাবনা নেই