কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শহরতলীর দরিয়ানগর-হিমছড়ি পয়েন্ট থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে মেছো বাঘটিকে আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। বনকর্মীরা আহত বাঘটি উদ্ধার করে কলাতলী পিকনিক স্পটে রাখে। গতকাল সোমবার রাত পর্যন্ত মেছো বাঘটি পিকনিক স্পটেই খাচাবন্দী করে রাখা ছিল।
কঙবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম জানান, রোববার রাতে আহত অবস্থায় বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করার পর উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জনকে দেখানো হয়। বর্তমানে ভেটেরিনারি সার্জনের ব্যবস্থাপত্র অনুযায়ী আহত বাঘটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করা যায়, চার-পাঁচদিনের সেবা-শুশ্রুষার পর এটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরপর পাশ্ববর্তী বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।
তিনি জানান, প্রায় ৩ ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার এই মেসো বাঘটি বয়সে কিশোর। এরা প্রায় সাড়ে ৩ বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়। এরা ফিশিং কেট নামে বিশ্বব্যাপী পরিচিত। প্রকৃতিতে বিপন্ন এই প্রজাতির মেসো বাঘ দরিয়ানগর-হিমছড়ি বনাঞ্চলে প্রায়ই দেখা যায়। এখানেই এদের জোড়া রয়েছে। তাই এই বনাঞ্চলেই ফের মেসো বাঘটিকে অবমুক্ত করা হবে। দেশের সংরক্ষিত বন্য প্রাণির তালিকায় এই প্রজাতির বিড়ালটিও অন্তর্র্ভুক্ত রয়েছে।
স্থানীয়রা জানান, মাছ ও কাঁকড়া শিকারের জন্য শীতকালে এরা সৈকতে নেমে আসে। আর তখনই যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে। এর আগেও বহু মেসো বাঘ মেরিন ড্রাইভে গাড়ি চাপায় মারা গেছে।