রাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন বন্ধের দাবি

হালিশহরে মানববন্ধন

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

হালিশহর কে ব্লক, এল ব্লক, কর্ণফুলী, সোনালী, বসুন্ধরা, আনন্দীপুর এলাকাবাসী রাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন বন্ধ করে অন্য জায়গায় করার দাবিতে মানববন্ধন করেছে। গত রবিবার সকাল ১১টায় হালিশহর এক্সসেস রোডে মানববন্ধন করা হয়। এই সবগুলো আবাসিকে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীসহ অনেক লোক চলাচল করে। এই রাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন করলে চলাচল কারীদের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কেএল ব্লক প্রবেশপথে রাস্তার ওপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মানববন্ধনে মো. রকিবউলআমিন ভূঁইয়ার সঞ্চালনায় জিয়াউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কর্ণফুলী আবাসিক ও ২৪নং ওয়ার্ড আবাসিক এলাকা উন্নয়ন ফোরামের সভাপতি নজরুল ইসলাম, এল ব্লক জামে মসজিদ সভাপতি আব্দুস সাত্তার, কে এল ব্লক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, মঈনুল কাদের নাবিল, শাকিল আহসান মামুন ও রেজাউল আমীন রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মো. খায়ের, সহিদ উল্ল্যাহ, হুমায়ুন কবির, মাহমুদ হোসেন বাবুজি, মাজহারুল নোমান খান, মোসলেহ উদ্দিন শিবলী, ইফতেখার হিমেল, ওমর ফারুক, ফয়সাল নূর খান, আরিফুল মাওলা আবেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব নীতির সাথে সমন্বয় করে মুদ্রানীতি করা হলে অর্থনীতির জন্য ফলপ্রসূ হবে
পরবর্তী নিবন্ধমহাকাশ গবেষণা প্রশিক্ষণে মহেশখালীর ১১ ক্ষুদে বিজ্ঞানীর সফলতা