রাস্তার উপর জনদুর্ভোগ সৃষ্টি করায় কাভার্ডভ্যান-ট্রেইলারকে জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৭:০৭ অপরাহ্ণ

নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেকটিং (পিসি) রোডের উপর অবৈধভাবে গাড়ি পার্ক করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি কাভার্ডভ্যান, ট্রেইলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। বাংলানিউজ
এ সময় সড়কে অবৈধভাবে পার্ক করে রাখা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার অপসারণ করা হয়।
অভিযানকালে সহায়তা দেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
চসিক-এর জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানিয়েছেন, সড়ক যানজটমুক্ত, কার্পেটিং টেকসই করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনানিয়ারচরে নিহত দুজনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন
পরবর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থাকে বাস্তবভিত্তিক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী দীপু মনি