প্রান্তিক জনপদ সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ড অস্ত কালামিয়ার পাড়া থেকে বাংলাবাজার সংলগ্ন প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির বেশিরভাগ জায়গা ভেঙ্গে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। ফলে যান চলাচল ও জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক জায়গায় দুর্ঘটনার শিকার হয় মানুষ। বাজারের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে প্রতিদিন। স্কুল–কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। সড়কটি এত জনগুরুত্বপূর্ণ হলেও ভাঙা সড়ক মেরামতের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় তেমন গাড়ি চলাচল করতে চায় না ফলে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হেঁটেই পারাপার করতে হয় পথচারীদের। আবার কিছু গাড়ি চলাচল করলেও ভাড়া গুণতে হয় দিগুণ। অনেক সময় দেখা যায় অসুস্থ রোগী নিয়েও বিপাকে পড়তে হয় মানুষের। এদিকে শুকনো মৌসুম হওয়ায় রাস্তা দিয়ে চলাচল করার সময় ধুলোয় মেখে যেতে হয় পথচারীদের। এতে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছে পথচারীরা। স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং জনদুর্ভোগ লাঘবে অতি দ্রুত রাস্তাটির সংস্কার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
শওকত এয়াকুব
কালামিয়ার পাড়া
সোনাকানিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।