রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পূর্ব কামাল কাছনা তুলার মিলের দক্ষিণের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে দিনে প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে পথচারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে বর্ষামৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হচ্ছে।
এ ছাড়াও এ রাস্তা দিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষ চলাচল করে। রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে তারা সময় মত অফিসে যেতে পারছে না।
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বার বার আবেদন জানানোর পরেও রাস্তাটির উন্নয়ন করা হয়নি। তাই অতি দ্রুত এ জরাজীর্ণ রাস্তাটি সংস্কার করে এ ওয়ার্ডের মানুষের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করছি।
মো. ইউসুফ রাকিব
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।